Table of Contents
ভূমিকা:
একটি পরিবারের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার সন্তান। আর সন্তানের সুরক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করা পরিবারের সদস্যদের প্রাথমিক দায়িত্ব। একটি বচ্চার সুস্থ, নিরাপদ ও আরামদায়ক জীবন এর গুরুত্বপূর্ণ উপাদান হল “বাচ্চাদের ডায়পার”। ডায়পার বর্তমান সময় একটি প্রাথমিক প্রয়োজনীয় পণ্য যা তাদের বেড়ে উঠতে এবং প্রাথমিক যত্ন ও সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করে। ডায়পারের মানব সভ্যতার একটি অন্যতম আবিষ্কার যা প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রতিটি পরিবারের জীবনের একটি প্রাথমিক অংশ হিসেবে বিবেচ্য। সব মিলিয়ে বলা যায়, ডায়াপার প্রতিটি বাচ্চাকে রাখে সুস্থ ও নিরাপদ এবং প্রতিটি পরিবারের জীবনে বয়ে আনে সুখের ছোওয়া এবং রাখে চিন্তামুক্ত ।
সুরক্ষিত ও আরামদায়ক: বাচ্চাদের ডায়পার এর সেরা অপশনগুলি
ডায়াপার হচ্ছে প্রতিটি বাচ্চাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ডায়াপার যদি সেরা না হয় তবে একটি বাচ্চার জন্য যেমন অসাস্থকর তেমনই ক্ষতিকারক। তাই আমরা বাচ্চাদের সুরক্ষা ও আরামের কথা চিন্তা করে নিয়ে এসেছি সেরা কয়েকটি ডায়াপার :
১. Huggies (হাগিজ ) :
এটি একটি অন্যতম জনপ্রিয় বাচ্চাদের ডায়াপার ব্র্যান্ড যা বাচ্চাদের জন্য বিভিন্ন শ্রেণী/ক্যাটেগরির ডায়াপার অফার করে থাকে। Huggies (হাগিজ ) সবসময় তাদের গ্রাহকদের মাঝে অন্যান্য ডায়াপার ব্র্যান্ড গুলোর থেকে বেশি গ্রহণযোগ্যতা পেয়ে থাকে ।
Huggies (হাগিজ ) এর সাইজ ও ক্যাটাগরি :
তারা মূলত তাদের গ্রাহকদের কাছে অগ্ৰাধিকার পাওয়ার অন্নতম কারণ হচ্ছে তারা বিভিন্ন রেঞ্জ এর ডায়াপার অফার করে যেমন : ড্রায়, আলট্রা সফ্ট, ওয়ান্ডার প্যান্টস। এই রেঞ্জের ডায়াপার গুলোর বিভিন্ন মাপ/সাইজ রয়েছে নিম্নে তা উল্লেখ করা হলো :
- S অর্থাৎ (ছোট/Small) এটি নির্ধারণ করা হয়েছে (৪ – ৮) কেজি ওজনের বাচ্চাদের জন্য.
- M অর্থাৎ (মাঝারি/Medium) এটি নির্ধারণ করা হয়েছে (৬ – ১২) কেজি ওজনের বাচ্চাদের জন্য.
- L অর্থাৎ (Large/বড়) এটি নির্ধারণ করা হয়েছে (৯ – ১৪) কেজি ওজনের বাচ্চাদের জন্য.
- XL অর্থাৎ (Extra Large /অতিরিক্ত বড়) এটি নির্ধারণ করা হয়েছে (১২ – ১৭) কেজি ওজনের বাচ্চাদের জন্য.
- XXL অর্থাৎ (Extra Extra Large /অতিরিক্ত অতিরিক্ত বড়) এটি নির্ধারণ করা হয়েছে (১৫ – ২৫) কেজি ওজনের বাচ্চাদের জন্য।
২.মামি পোকো (MamyPoko) :
মামি পোকো (MamyPoko) একটি জাপানি ডায়াপার ব্র্যান্ড। এটি ইউনিচার্ম করপোরেশন (Unicharm Corporation) এর একটি সহযোগী প্রতিষ্ঠান। এই ডায়াপার ব্র্যান্ড এর যাত্রা শুরু হয় ১৯৯৫ সালে। মামি পোকো (MamyPoko) এর বেশ কিছু ক্যাটাগরির ডায়াপার রয়েছে : স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। চলুন তা জেনে নেয়া যাক :
# স্ট্যান্ডার্ড ডায়াপার :
স্ট্যান্ডার্ড ডায়াপার এর কিছু বৈশিষ্ট হলো এটি ১০ ঘন্টা পর্যন্ত টেকসই হয়ে থাকে। এটি কম্প্যাক্ট সাইজ এবং ওজনে পাতলা হওয়াতে খুব সহজে যেকোনো জায়গাতে নিয়ে যাওয়া যায়।
# প্রিমিয়াম ডায়াপার :
প্রিমিয়াম ডায়াপার এর কিছু বৈশিষ্ট হলো এটি ১২ ঘন্টা পর্যন্ত টেকসই হয়। এটি ক্রিস ক্রস পেটার্ন এর হওয়াতে ৫০% এর মতো বেশি ধারণ ক্ষমতা রাখে।
মামি পোকো (MamyPoko) ডায়াপার সাইজ :
মামি পোকো (MamyPoko) এর বেশ কিছু সাইজ বাজারে রয়েছে, নিম্নে তা উল্লেখ করা হলো :
- Small/ছোট : এটি নির্ধারণ করা হয়েছে (৪ – ৮ কেজি) ওজোনের বাচ্চাদের জন্য।
- Medium/মাঝারি : এটি নির্ধারণ করা হয়েছে (৭ – ১২ কেজি) ওজোনের বাচ্চাদের জন্য।
- Large/বড় : এটি নির্ধারণ করা হয়েছে (৯ – ১৪ কেজি) ওজোনের বাচ্চাদের জন্য।
- Extra Large/ অতিরিক্ত বড় : এটি নির্ধারণ করা হয়েছে (১২ – ১৭ কেজি) ওজোনের বাচ্চাদের জন্য।
- Extra Extra Large/ অতিরিক্ত অতিরিক্ত বড় : এটি নির্ধারণ করা হয়েছে (১৫ – ২৫ কেজি) ওজোনের বাচ্চাদের জন্য
- Extra Extra Extra Large/ অতিরিক্ত অতিরিক্ত অতিরিক্ত বড় : এটি নির্ধারণ করা হয়েছে (১৮ – ৩৫ কেজি) ওজোনের এবং (৪ –
৫বছর) এর বাচ্চাদের জন্য।
৩. Pampers (প্যাম্পার্স) :
এটি একটি সনামধন্য আমেরিকান ডায়াপার ব্র্যান্ড যারা তাদের পথ চলা শুরু করে ১৯৬১ সালের ১৮ই ফেব্রুয়ারী। তারা বাংলাদেশ এ যাত্রা শুরু করে ১৯৭৮ সাল থেকে বর্তমান সময়ে এটি এ দেশ এর প্রতিটি পরিবারের কাছে একটি পরিচিত নাম।
Pampers (প্যাম্পার্স)এর সাইজ ও ক্যাটাগরি :
তাদের যে সকল সাইজ ও ক্যাটাগরির বাচ্চাদের ডায়াপার বর্তমানে আমাদের দেশে রয়েছে নিম্নে তা উল্লেখ করা হলো :
# অল রাউন্ড প্রটেকশন প্যান্টস:
- অল রাউন্ড প্রটেকশন প্যান্টস ডায়াপার (Small/ছোট) ৪ – ৮ কেজি .
- অল রাউন্ড প্রটেকশন প্যান্টস ডায়াপার (Medium/মাঝারি) ৭ – ১২ কেজি.
- অল রাউন্ড প্রটেকশন প্যান্টস ডায়াপার (Large/বড়) ৯ – ১৪ কেজি.
- অল রাউন্ড প্রটেকশন প্যান্টস ডায়াপার (Extra Large/অতিরিক্ত বড়) ১২ – ১৭কেজি ।
# বেবি – ড্রাই:
- বেবি – ড্রাই সাইজ ৩ বেল্ট যুক্তরাজ্য/UK ভার্শন (৬ – ১০কেজি )।
- বেবি – ড্রাই সাইজ ৪ বেল্ট যুক্তরাজ্য/UK ভার্শন (৯ – ১৪ কেজি) ।
- বেবি – ড্রাই সাইজ ৫ বেল্ট যুক্তরাজ্য/UK ভার্শন (১১ – ১৬ কেজি)।
- বেবি – ড্রাই সাইজ ৬ বেল্ট যুক্তরাজ্য/UK ভার্শন (১৩ – ১৮ কেজি),
- বেবি – ড্রাই সাইজ ৭ বেল্ট যুক্তরাজ্য/UK ভার্শন (১৫কেজি),
- বেবি – ড্রাই সাইজ ৮ বেল্ট যুক্তরাজ্য/UK ভার্শন (১৭+ কেজি)
# বেবি – ড্রাই নাপি প্যান্টস:
- বেবি – ড্রাই নাপি প্যান্টস সাইজ ৪ প্যান্ট যুক্তরাজ্য/UK ভার্শন (৯ – ১৫ কেজি),
- বেবি – ড্রাই নাপি প্যান্টস সাইজ ৫ প্যান্ট যুক্তরাজ্য/UK ভার্শন (১২ – ১৭ কেজি),
- বেবি – ড্রাই নাপি প্যান্টস সাইজ ৬ প্যান্ট যুক্তরাজ্য/UK ভার্শন (১৪ -১৯কেজি),
- বেবি – ড্রাই নাপি প্যান্টস সাইজ ৭ প্যান্ট যুক্তরাজ্য/UK ভার্শন (১৭+ কেজি)
# নিউ বেবি / নিউ বর্ণ :
- নিউ বেবি সাইজ ১ বেল্ট যুক্তরাজ্য/UK ভার্শন (২ – ৫ কেজি),
- নিউ বেবি সাইজ ২ বেল্ট যুক্তরাজ্য/UK ভার্শন (৪ – ৮ কেজি) .
বিঃ দ্রঃ এখানে ২, বেল্ট ৫ বেল্ট অথবা ৫ প্যান্ট, ৬ প্যান্ট দ্বারা ডায়াপার এর সাইজ বুঝানো হয়েছে যাতে করে গ্রাহকরা খুব সহজে অনুসন্ধান করে বের করতে পারে তাদের বাচ্চাদের জন্য কোন ডায়াপার টি ভালো হবে
৪. Twinkle (টুইংকেল):
এটি একটি বাংলাদেশি ডায়াপার ব্র্যান্ড, এটি এসিআই গ্রপের একটি সহযোগী প্রতিষ্ঠান। এর সম্পূর্ণ নাম স্যাভলন টুইংকেল বেবি ডায়াপার এর যাত্রা শুরু হয় ২০ মে ২০১৭ সালে। স্যাভলন টুইংকলে বেবি ডায়াপারের একটি বিশেষ বৈশিষ্ট হলো এর কমোরের ইলাস্টিক ব্যান্ড এবং এর পাশের টেপে, ভেলক্রো বেল্ট , এর কমফোর্টেবলে ডিসাইন/Design এবং শারীরবৃত্তীয় আকৃতি/Anatomic Shape ।
Twinkle (টুইংকেল) এর সাইজ ও ক্যাটাগরি :
Twinkle (টুইংকেল) ডায়াপার এর বেশ কয়েকটি সাইজ ও ক্যাটাগরি রয়েছে তা নিম্নে উল্লেখ করা হলো:
- Small/ছোট : টুইংকেল বেবি ডায়াপার বেল্ট সিস্টেম যা ০ – ৮ কেজি ওজনের বাচ্চাদের জন্য.
- Medium /মাঝারি : টুইংকেল বেবি ডায়াপার বেল্ট সিস্টেম যা ৬ – ১১ কেজি ওজনের বাচ্চাদের জন্য. Large/বড় : টুইংকেল বেবি ডায়াপার (Large/বড়) বেল্ট সিস্টেম যা ৭ – ১৮ কেজি ওজনের বাচ্চাদের জন্য.
- Extra Large /অতিরিক্ত বড় : টুইংকেল বেবি ডায়াপার বেল্ট সিস্টেম যা ১১ – ২৫ কেজি ওজনের বাচ্চাদের জন্য.
- Extra Extra Large /অতিরিক্ত অতিরিক্ত বড় : টুইংকেল বেবি ডায়াপার বেল্ট সিস্টেম যা ১৫ – ৩০ কেজি ওজনের বাচ্চাদের জন্য.
৫. Supermom (সুপারমম):
এটি একটি বাংলাদেশি ডায়াপার ব্র্যান্ড, এটি স্কয়ারে গ্রপের একটি সহযোগী প্রতিষ্ঠান। সুপারমম বসুন্ধরা এবং বেশ কয়েকটি ডায়াপার ব্র্যান্ড এর যাত্রা শুরু করার পর তারা তাদের যাত্রা শুরু করে .
Supermom(সুপারমম) এর সাইজ ও ক্যাটাগরি :
Supermom(সুপারমম) ডায়াপার এর বেশ কয়েকটি শ্রেণী/ক্যাটাগরি রয়েছেনিম্নে উল্লেখ করা হলো :
- Small/ছোট : সুপারমম বেবি ডায়াপার সাইজ যা ০ – ৮ কেজি ওজনের বাচ্চাদের জন্য.
- Medium /মাঝারি : সুপারমম বেবি ডায়াপার সাইজ যা ৬ – ১১ কেজি ওজনের বাচ্চাদের জন্য. Large/বড় : সুপারমম বেবি ডায়াপার সাইজ যা ৯ – ১৮ কেজি ওজনের বাচ্চাদের জন্য.
- Extra Large /অতিরিক্ত বড় : সুপারমম বেবি ডায়াপার (Extra Large /অতিরিক্ত বড়) সাইজ যা ১২ – ১৭ কেজি ওজনের বাচ্চাদের জন্য.
বাচ্চাদের ডায়পার বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য :
একটি প্রতিষ্ঠান ডায়াপার তৈরির পূর্বে বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা করেই ডায়াপার তৈরি করে থাকে যেমন :
১.ডায়াপারটি যাতে টেকসই হয়।
২.ডায়াপার যাতে আরামদায়ক হয়।
৩.বাচ্চাদের যাতে ডায়াপার ব্যবহারের পর কোনো প্রকার এলার্জি বা চুলকানি জাতীয় কিছু না হয়।
যদিও উল্লেখিত বিষয়গুলো মাথায় রেখেই ডায়াপার তৈরি করা হয়। এরপরেও আমাদের দেশ এর আবহাওয়া এবং পরিবারের অসচেতনতার জন্য বাচ্চাদের উক্ত সমস্যা গুলো হয়ে থাকে। আর এই সমস্যা যাতে না হয় সে জন্য প্রতি পরিবার কে নিম্নে বর্ণিত বিষয়গুলু খেয়াল রাখতে হবে :
১. ঘনো ঘনো ডায়াপার পরিবর্তন করতে হবে।
২. ডায়াপার পরিবর্তনের সময় অবশ্যই ভালো ভাবে বাচ্চার নিচের অংশ পরিষ্কার করে নিতে হবে। ভেজা টিস্যু দিয়ে করতে পারলে বেশি ভালো (অবশ্যই ভালো মানের ভেজা টিস্যু হতে হবে )
৩. অবশ্যই ভেজা টিস্যু ব্যবহারের পূর্বে খেয়াল রাখতে হবে যে ভেজা টিস্যু টি কি এলকোহল-ফ্রি কিনা (আপনারা চাইলে “প্রমিজ অথবা ন্যানো” এর ভেজা টিস্যু ব্যবহার করে দেখতে পারেন , এটি সম্পূর্ণ এলকোহল-ফ্রি ভেজা টিস্যু)
৪.এলকোহল-ফ্রি ভেজা টিস্যু ব্যবহার করলে বাচ্চাদের শরীরে কোনো প্রকার জ্বালাতন হবে না।
৫. পরিষ্কার করার পর কিছু সময় বাচ্চার নিচের অংশ শুখানোর জন্য সময় দিন এতে করে বাচ্চার ত্বক ভালো থাকবে।
উপসংহার :
সন্তানের সুরক্ষা এবং সু-স্বাস্থ্যই প্রতিটি পরিবারের একান্ত কাম্য । একটি পরিবারের সবচেয়ে বড় মৌলিক দায়িত্ব সেই পরিবারের শিশুর সঠিক ভাবে যত্ন নেয়া । একটি শিশুর আরাম ও নিরাপদ জীবনের জন্য “ডায়পার” একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ । সঠিক ডায়পার নির্ধারণের ফলে প্রত্যেকটি পরিবারের যেমন থাকবে চিন্তা মুক্ত তেমনি তাদের শিশুরা থাকবে নিরাপদ । বাচ্চাদের সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের ডায়পার বর্তমানে তৈরি করা হয় এর মধ্যে গ্রাহকদের সবচেয়ে পছন্দের ডায়াপার হচ্ছে “প্যান্ট ডায়াপার” যা বাচ্চাদের জন্য আরামদায়কতা । ডায়পার যতই ভালো মানের হোক বেশি সময় তা পরিয়ে না রাখাই উত্তম এতে করে বচ্চা থাকবে নিরাপদ এবং পাশাপাশি নিয়মিত পরিবর্তন এবং নিচের অংশের ভালো ভাবে পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক যত্ন নেওয়া সাথে, সঠিক ডায়পার প্রতিটি পরিবারের জীবনে একটি স্বাভাবিক অংশ হিসেবে অধিষ্ঠিত হয়ে উঠে।